মালদা

বয়স ৫০৩ বছর, মালদার রামকেলি মেলার। আর তারিই প্রস্তুতি চলছে জোর কদমে

জানা যায়, মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের মালদার রামকেলিতে পদার্পণের পর শুরু হয়েছিল রামকেলি মেলা। ১৫১৫ খ্রিস্টাব্দ পূর্বে ১৫ ই জুন মহাপ্রভু শ্রী চৈতন্য দেব রামকেলে আসেন এরপর থেকেই রামকেলে এই উৎসব পালন হয়ে আসছে। তাঁর সেই আগমন তিথি জ্যৈষ্ঠ মাসের ১৫ ই জুন বৃহস্পতিবার। আর এবছর তা ৫০৩ বছরে পরল।আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে।মন্দিরের এক পুজারি জানান, এই মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই মন্দির প্রাঙ্গনে। এমনকি দূর দূরান্ত থেকে বহু ভক্তরা এখানে আসে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত যেমন আসাম, গোহাটি, দার্জিলিং, নদীয়া,জলপাইগুড়ি, শিলিগুড়ি, ২৪ পরগণা, হুগলী, নবদ্বীপ, আসানসোল, দুর্গাপুর, ভাগলপুর আরও অন্যান্য জায়গা থেকেও ভক্তরা এখানে আসে। প্রায় এক মাস ধরে চলে এই মেলা।এই মেলায় বিভিন্ন ধরনের হস্ত শিল্পর জিনিস বিক্রি হয়।মেলায় এমন বহু সামগ্রি আসে যা সাধারন মানুষের দৃষ্টি আকর্ষণ করে।